Monday, December 9, 2013
C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় - Symbolic Constant: - PART 7
Symbolic Constant হচ্ছে কত গুলো Character এর প্রতিনিধি।এ Character গুলো Numeric constant, Character constant অথবা String constant হতে পারে।
কোন প্রোগ্রামে একই কথা বার বার লেখার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য Symbolic Constant ব্যবহার করা হয়।
সাধারনত প্রোগ্রামের শুরুতে Symbolic Constant লিখা হয়।
#define name constant
Name এর জাগায় Symbolic Constant টা কি নামে সংঞ্জায়িত করবেন তা লিখবেন এবং constant এর জাগায় Character টা লিখবেন।
মনে রাখতে হবে যে Symbolic Constant এর পরে কোন সেমিকোলন হবে না।
Symbolic name টা বড় হাতের লিখলে ভালো হয়। Identifier থেকে আলাদা করে চেনা যায়। একটা উদাহরন দিয়ে আবার সব বলছিঃ
এই প্রোগ্রামে #define PI 3.1415926535897 দ্বারা একটি Symbolic Constant লিখা হয়েছে। PI দ্বারা Symbolic Constant টির নাম এবং 3.1415926535897 দ্বারা Character টি নেওয়া হয়েছে।
প্রোগ্রামের ভিতর যখন 3.1415926535897 লিখা প্রয়োজন তখন PI লিখলেই হবে। কারন আমরা PI এর মান 3.1415926535897 প্রোগ্রামের প্রথমেই ধরে নিয়েছি। এটা তো ছোট প্রোগ্রাম। বড় প্রোগ্রাম হলে এবং 3.1415926535897 এর মত বড় সখ্যা বার বার লিখা লাগলে তখন Symbolic Constant ব্যবহার করা হয়।
এখানে একটি বৃত্তের পরিধি পরিমাপের জন্য প্রোগ্রাম লিখা হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ r হলে আমরা জানি পরিধি=π*r*r । r এর যেকোন মান আমরা input হিসেবে নিয়ে বৃত্তের পরিধি পরিমাপ করতে পারি।
Recommended Articles
- C প্রোগ্রামিং - দ্বিতীয় অধ্যায় - ডাটা ইনপুট এবং আউটপুট
C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় -size of data typeAug 20, 2014
আজ আমরা দেখব কোন ডাটা টাইপ কত জায়গা নেয় । এই জন্য আমাদের একটা function use করতে হবে । sizeof(data type).................. #include<stdio.h>...
- C প্রোগ্রামিং - দ্বিতীয় অধ্যায় - ডাটা ইনপুট এবং আউটপুট
C প্রোগ্রামিং - দ্বিতীয় অধ্যায় - Type Casting - PART - 9Jan 04, 2014
Type Casting: বিভিন্ন গানিতিক কাজ করার পূর্বে আমাদের type casting সম্পর্কে জানা দরকার। ধরুন একটি integer type (int) variable এর মধ্যে একটি float...
- C প্রোগ্রামিং - দ্বিতীয় অধ্যায় - ডাটা ইনপুট এবং আউটপুট
C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় - Variable Scope( Local and Global Variable ) - PART - 8Dec 11, 2013
একটি Variable এর data প্রোগ্রাম এর কোথায় এবং কতটুকু জায়গার মধ্যে ব্যবহার করা হবে বা কোন অংশে তাদের ক্ষমতা থাকবে তাই হচ্ছে Scope। Scope এর বাং...
- C প্রোগ্রামিং - দ্বিতীয় অধ্যায় - ডাটা ইনপুট এবং আউটপুট
C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় - Symbolic Constant: - PART 7Dec 09, 2013
Symbolic Constant হচ্ছে কত গুলো Character এর প্রতিনিধি।এ Character গুলো Numeric constant, Character constant অথবা String constant হতে পার...
Newer Article
C প্রোগ্রামিং তিন অধ্যায় - কিভাবে Getchar Function দ্বারা input নেওয়া হয় - PART 2
Older Article
C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় - Data Type এর লিমিট: - PART 6
Subscribe to:
Post Comments (Atom)
php4
<?php // Start the session session_start(); ?> <!DOCTYPE html> <html> <head> <link rel=...
No comments:
Post a Comment