Responsive Ads Here

কিছু কথা

কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন । আমার নাম স্বাধীন । আমি একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট ।নিত্য নতুন প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে আমি পছন্দ করি , এটা আমার শখ বলতে পারেন ।অধিকাংশ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দের আশা থাকে বড় মাপের প্রোগ্রামার হওয়ার আমার ও ইচ্ছা তাই।আমার ব্লজ্ঞিং করার একটা নেশা আছে এবং আমি আমার ব্লগে আমার প্রয়োজনীও সব কিছু তথ্য রাখতে পছন্দ করি যেন দরকারের সময় তা পাওয়া যায় |


আর এই ভাবনা থাকে আমার মাথায় একটা বুদ্ধি আসে । সেটা হল আমি যদি পড়া লেখার পাশাপাশি আমার ব্লগ   বিভিন্ন  পোস্টSHARE করি  তাহলে আমার অনেক বই পরতে হবে, ওয়েব সাইট ঘাটতে হবে, ভিডিও দেখতে হবে এমন কি ছোট ছোট সমস্যায় পরলে বা আমার লেখায় কোন ভুল থাকলে অভিজ্ঞরা অবশ্যই সাহায্য করবে। মূলত এই ধারনা থেকেই ধারাবাহিক ভাবে লেখার কথা মাথায় আসে।
কাউকে শিখানোর জন্য আমি লিখি না, কারণ কাউকে কখনো শিখান যায় না, যদি সে না শিখতে চায়। আর কাউকে শেখানোর পর্যাপ্ত জ্ঞান আমার হয়নি, আমি জানি হয়তো কোন দিন হবেও না, কারণ আমি সারা জীবন ছাত্র থাকতে চাই

যদিও  ব্লগ এর অধিকাংশ পোস্ট গুলো বিভিন্ন সাইট এবং ব্লগ থেকে আংশিক বা পুরোপুরি সংগ্রহকরা ।যে পোস্ট গুলো পুরটাই কপি করা হয়েছে সেগুলোর নিচে "পূর্বে প্রকাশিত" কথাটি  উল্লেখ আছে । ব্লগের মোটামুটি  সব গুলো পোস্ট আমি নিজে  চেষ্টা  করেছি এবং সফল  হয়েছি  তাইকিছু না বুঝলে কমেন্ট এ লিখুন আমি সমাধান দিব   আর একটা কথা কোন পোস্ট এর ডাউনলোড লিঙ্ক যদি কাজ না করে তাহলে কমেন্ট এ লেখবেন আমি লিঙ্ক আবার শেয়ার করব  আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে ।
প্রতিদিন আমি নতুন  যা কিছু জানলাম মুলত  তা সবার সাথে শেয়ার করার ন্য ব্লগ এ লেখি
ADMIN (shadhin)

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...