Responsive Ads Here

Monday, October 28, 2013

প্রোগ্রামিং শিখার কিছু অসাধারন ওয়েবসাইট

প্রোগ্রামিং শিখার ক্ষেতে সি প্রোগ্রামিং ১টি অনন্য প্রোগ্রামিং ল্যংগুএজ। আমাদের অনেকরই ইন্টারনেট এ পড়ার অভিজ্ঞতা আছে। আপনাদের জন্যই আজ নিয়ে  এলাম সি প্রোগ্রামিং শিখার কিছু অসাধারন লিংক । আশা করি আপনাদের কাজে লাগবে।


  1. http://www.learnconline.com/
  2. http://www.linuxtopia.org/
  3. http://www.happycodings.com/
  4. http://www.example-code.com/C/
  5. http://www.kodejava.org/
  6. http://www.sourcecodester.com/cpp
  7. http://www2.its.strath.ac.uk/courses/c/
  8. http://www.iu.hio.no/~mark/CTutorial/CTutorial.html
  9. http://www.mycplus.com/category/tutorials/c-programming-tutorials/
  10. http://www.codeproject.com/
  11. http://www.sourcecodesworld.com/?ai=2
  12. http://www.dreamincode.net/forums/forum/15-c-and-c/
  13. http://www.freecodemomma.com/links.php?cid=8
  14. http://www.cplusplus.com/
  15. http://code.google.com/edu/

বাংলায় কয়েকটি প্রোগ্রামিং টিউটোরিয়াল সাইট দিলাম। বিশেষ করে  cpbook.subeen.com সাইটটি নতুনদের জন্য,এমনকি স্কুলছাত্রদের জন্যও খুব ভালো হবে ।



প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য কিছু লিংক:

    http://projecteuler.net/ এখানে অনেক মজার সমস্যা আছে যেগুলোর বেশিরভাগই প্রোগ্রাম লিখে সমাধান করতে হয়। এখানে প্রোগ্রাম জমা দেওয়া লাগে না, কেবল প্রোগ্রাম দিয়ে বের করা উত্তরটা জমা দিতে হয়।


    http://www.spoj.pl/ এখানেও অনেক ভালো সমস্যা আছে। সমাধান করে প্রোগ্রাম জমা দিলে প্রোগ্রাম সঠিক হয়েছে কি না তা জানা যায়। এই ওয়েবসাইটের একটি বৈশিষ্ট্য হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পার্ল, পাইথন, রুবি, পিএইচপি ইত্যাদি ব্যবহার করে প্রোগ্রাম লেখা যায়।


    http://uva.onlinejudge.org/ এই সাইটে নিয়মিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও অনুশীলনের জন্য প্রচুর সমস্যা দেওয়া আছে। নতুন প্রোগ্রামারদের জন্য এটি বেশ ভালো জায়গা।


    http://ace.delos.com/usacogate এটি যদিও আমেরিকার ইনফরমেটিক্স অলিম্পিয়াড ট্রেনিং প্রোগ্রাম, কিন্তু সাইটে যেকোনো দেশের প্রোগ্রামাররাই রেজিস্ট্রেশন করে অনুশীলন করতে পারে। তোমরা যারা প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো করতে চাও, তাদের অবশ্যই এখানে অনুশীলন করা উচিত।


    http://www.topcoder.com/tc এখানেও নিয়মিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে ভালো ফলাফল করলে আবার টাকাও দেয় (কী আনন্দ!)।

 এ ছাড়া এখানে অনেক ভালো টিউটোরিয়াল ও আর্টিকেল আছে। এটি অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য বেশ ভালো একটি সাইট।

    http://codeforces.com এই সাইটে নিয়মিত বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট হয়। অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য ভালো।


     http://www.codechef.com এটিও প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য একটি ভালো ওয়েবসাইট এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য।


    http://ioinformatics.org আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট।


    http://cm.baylor.edu/welcome.icpc এসিএম আইসিপিসির অফিসিয়াল ওয়েবসাইট।










No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...