Responsive Ads Here

Monday, September 14, 2015

Windows 8.1 x64 dotnet 3.5 Offline —64bit ব্যবহারকারী জন্য

আসসালামু আলাইকুম। আজ আমি দেখাব কিভাবে Windows 8.1 এর 64bit এ dotnet 3.5 অফলাইন ভার্সন ইন্সটল দিবেন। যাহোক, প্রথমেই কিছু কথা বলে নেওয়া ভালো, Dotnet 3.5 ইন্সটল দিলে আপনি Previous Windows এ চালিত সফটওয়্যার বা গেমস বলেন যাই বলেন, আপনি আরামে ব্যবহার করতে পারবেন।
অনেকেই ইতোমধ্যে Windows 8.1 ইন্সটল করেছেন। অনেকের মুখে শুনেছি এবার Microsoft তাদের নতুন OS  Windows 8 এর থেকেও উন্নত করেছে। তবে Dotnet তো ব্যবহারকারীদের নিজ দায়িত্ব নিয়ে ইন্সটল করে নিতে হচ্ছে। যাহোক, সোজাসুজি এখন চলে যাব কাজে।

Step 1

At first এটা Download করে নিন।

Step 2

এবার আপনার C ড্রাইভ বা যে ড্রাইভে Windows 8.1 ইন্সটল করেছেন, তার বাইরে RAR ফাইলটি পেস্ট করে দিন। এরপর এক্সট্রাক্ট করে নিন। বুঝতে না পারলে ছবিটি দেখে নিন।
2013-12-01_063734

Step 3
এবার ছবির মত File এ ক্লিক করে Open command prompt > Open command prompt as administrator এ ক্লিক করুন।
2013-12-01_064210

এরকম আসবে আশা করি।

2013-12-01_064618

এবার চটপট   dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:c:\net /LimitAccess    কমান্ডে লিখে ফেলুন। লক্ষণীয় যে, কমান্ড এ কপি-পেস্ট চলে না। তাই লিখে নিতে হবে হাতে হাতে। লিখে এন্টার দিন। ভুল লিখলে ইন্সটল কিন্তু হবে না ! লেখা শেষে এন্টার চাপুন।
2013-12-01_065858


আশা করি ছবির ন্যায় আপনি সাকসেসফুল হবেন।

*******************



32bit ইন্সটল করে থাকলে আপনি আপনার ডিস্ক এর মধ্যে sources\sxs ডিরেক্টরিতে পেয়ে যাবেন। উপরের নিয়মে আপনিও করতে পারেন .net 3.5 ইন্সটল। তবে আমি যে লিঙ্ক শেয়ার করেছি, তাতে 64bit ব্যবহারকারীরাই শুধু নামিয়ে ইন্সটল করতে পারবেন।

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...