Responsive Ads Here

Monday, September 14, 2015

আপনার ছবিকে এক ক্লিকে TXT এ রুপান্তর করুন মাত্র 136 কেবির একটি পোর্টেবল সফটওয়ারদিয়ে।

আপনার ছবিকে এক ক্লিকে TXT এ রুপান্তর করুন মাত্র 136 কেবির একটি পোর্টেবল সফটওয়ারদিয়ে।
1. সফটওয়্যারটি ডাউনলোড করে নিন নিচে দেয়া লিংক থেকে
2. সফটওয়্যারটি ওপেন করে Import image এ ক্লিক করে ছবি লোড করুন.
1

3. এখানে আপনার প্রয়োজনীয় সকল টুরবার রয়েছে যথা ইচ্ছা পরিবর্ত করতেপারবেন।
2
4. ‍এডিট কম্প্লিট হলে আপনি ছবি সেভ করে নিন ‍সেভ বাটনে ক্লিক করে।
* কোন ফরমেটে সেভ করবেন যেমন Black and white, Txt, color , Image  সেই ফরমেটের নামটির  সিলেক্ট করুন.

35. সর্বশেষ কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে সেভ করুন।

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...