Responsive Ads Here

Monday, September 14, 2015

কম্পিউটার কি-বোর্ডের জরুরী কিছু SHORT CUT

কম্পিউটারে নানা ধরণের কাজে কীবোর্ডের শর্টকাট জানা অনেক গুরুত্বপূর্ণ । এতে করে যেমন আপনার কাজের গতি বেড়ে যাবে কয়েকগুণ তেমনি ছোটখাটো বেসিক ব্যাপারে মাউস নিয়ে টানাটানির ঝামেলা থেকেও মুক্তি পাবেন। তাই বেশির ভাগ প্রফেশনাল মানুষ তাদের কাজের ক্ষেত্রে সর্বদা কীবোর্ড শর্টকাট ব্যবহার করেন। আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ কয়েকটি শর্টকাট সম্পর্কে। Open-mouthed smile

১. Ctrl + C or Ctrl + Insert
সিলেক্ট করা অবস্থায় যেকোন কিছু কপি করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়।

২. Ctrl + V or Shift + Insert
কোন কিছু কপি করা থাকলে তা পেস্ট করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়ে থাকে।

৩. Ctrl + Z and Ctrl + Y
কোন কিছু পূর্বাবস্থায় ফিরাইয়া আনার জন্য ব্যবহার করা হয় Ctrl + Z উদাহরনঃ যেমন কোন ডকুমেন্ট থেকে আপনি কোন লেখে কেটে ফেলেছেন তা পুনরায় ফিরিয়ে আনার জন্য এই কীবোর্ড শর্টকাট। তাছারা আপনি Ctrl + Z যতবার প্রেস করবেন আপনার ডকুমেন্ট ততবার পূর্বাবস্থায় ফিরে যাবে। আর Ctrl + Y প্রেস করার মাধ্যমে আপনি আপনার Undo করা ডকুমেন্ট Redo করতে পারবেন।

৪. Ctrl + F
কোন ডকুমেন্ট খোলা অবস্থায় সেখান থেকে কোন কিছু খুজে বের করার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়। আপনি আপনার ওয়েব ব্রাউজার-এ ও এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।

৫. Alt + Tab or Alt + Esc
এর মাধ্যমে আপনি আপনার ওপেন করা প্রোগ্রাম গুলোতে জেতে পারবেন।
টিপঃ Ctrl + Tab এর মাধ্যমেও আপনি এই কাজ করতে পারবেন।
টিপঃ উইন্ডোজ ৭ ও ভিস্তাতে এই কাজটি  Windows Key + Tab দিয়েও করা যায়।

৬. Ctrl + Back space and Ctrl + Left or Right arrow
Back space এর মাধ্যমে আমরা বামদিকে একটি করে বর্ণ কাটি আর Ctrl + Back space এর মাধ্যমে বামদিকে একটি করে শব্দ কাটা যায়।
Ctrl + Left or Right arrow এর মাধ্যমে ডানদিকে অথবা বামদিকে একটি করে শব্দ সিলেক্ট করতে পারবেন।

৭. Ctrl + S
এই শর্টকাট-টি প্রায় সব প্রোগ্রাম এর ক্ষেত্রে কাজ করে। এর মাধ্যমে আপনি যেকোন ডকুমেন্ট সেভ করতে পারবেন।

৮. Ctrl + Home or Ctrl + End
এর মাধ্যমে ওপেন করা ডকুমেন্ট-এর শুরুতে এবং শেষে জেতে পারবেন।

৯. Ctrl + P
কোন ওপেন করা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এর ব্যবহার হয়। Microsoft Word এ এর ব্যবহার অপেক হয়।
১০. Page Up, Space bar, and Page Down
Page Up ও Page Down এর মাধ্যমে কোন ডকুমেন্ট এর এক পেজ উপর নিচে জেতে কাজে লাগে।
আর আমরা যখন কোন ইন্টারনেট ব্রাউজার এ Space bar প্রেস করব তখন আমরা এক পেজ নিচে জেতে পারব আর যখন Shift + Space bar প্রেস করব তখন আমরা আবার এক পেজ উপরে জেতে পারি।

১১. ট্যাব খোলা ও বন্ধ করা:

ব্রাউজারে খোলা অনেকগুলো ট্যাবের মধ্যে এক বা একাধিক ট্যাবের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? এক্ষেত্রে একটি সিঙ্গেল ট্যাব বন্ধ করার জন্যে কীবোর্ডে চাপুন  Ctrl + W । আর Ctrl + Shift + W চাপুন পুরো উইন্ডোটিই  বন্ধ করে দিতে চাইলে। ভুলবশত প্রয়োজনীয় একটি ট্যাব বন্ধ করে ফেলেছেন? চিন্তা নেই, Ctrl + Shift + T প্রেস করে এ ধরণের ট্যাবগুলোকে পুনরায় চালু করতে পারবেন। আর নতুন ট্যাব খোলার জন্যে Ctrl + T চাপলেই হবে।

১২ .ওয়ার্ডে ফন্টের আকার বাড়াতে বা কমাতে:

মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কোনো ফাইলের কাজের ক্ষেত্রে প্রায়ই বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের ফন্ট ব্যবহার করতে হয়। বারবার মাউস দিয়ে এ কাজটি করা বিরক্তিকর। কীবোর্ডে অতি সহজে এ কাজটি করার জন্যে প্রথমে আপনাকে ফন্ট সাইজ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ফন্টের আকার বড় করতে চাপুন Ctrl + ] আর ছোট করতে Ctrl + [  ।

১৩. বিভিন্ন উইন্ডোতে সুইচ করতে:
অনেক সময় কাজের স্বার্থে একইসাথে কয়েকটি উইন্ডো খোলা রাখতে হয় এবং প্রয়োজনমত একটি থেকে আরেকটিতে সুইচ করতে হয়। এসব ক্ষেত্রেও বারবার মাউস ব্যবহার না করে কীবোর্ডের বাটন ব্যবহার করে খুব সহজে কাজ করা যায়। মাইক্রোসফট উইন্ডোওসের যে কোনো ভার্সনের বিভিন্ন উইন্ডোতে বা প্রোগ্রামে সুইচ করার জন্যে প্রেস করুন Alt + Tab  অথবা Windows key + Tab  এর মধ্যে যে কোনো একটি। তবে অপেক্ষাকৃত ভালো ভিউ পাবার জন্যে  Windows key + Tab শর্টকাটটি ব্যবহার করাই উত্তম।
১৪. পাশাপাশি একাধিক উইন্ডো খুলতে:
গবেষণাধর্মী কাজে অনেক সময়ই ওয়ার্ড এবং ওয়েব ব্রাউজারের মাঝে সমন্বয় সাধন করে কাজ করতে হয়। এক্ষেত্রে ওয়ার্ডের ফাইলটি এবং ওয়েব ব্রাউজার উইন্ডোটি পাশাপাশি খোলা থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়। এই সুবিধা পেতে হলে প্রথমে ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করুন, Windows + Left arrow key চাপুন। এবার ব্রাউজারটি ওপেন করুন এবং Windows + Right arrow key প্রেস করুন; আপনার ওয়ার্ড ডকুমেন্টের ডানপাশে পেয়ে যাবেন ব্রাউজার উইন্ডোটি।

১৫. তথ্য ডিলিট, স্থানান্তর করতে:
কোনো তথ্য ডিলিট করার জন্যে Del চাপাই যথেষ্ট। তবে এক্ষেত্রে ফাইল কিংবা ফোল্ডারটি ডিলিট হয়ে জমা হবে রিসাইকেল বিনে। অপ্রয়োজনীয় তথ্যকে একবারেই কম্পিউটার ছাড়া করতে Shift + Del চাপতে হবে। যেকোনো কিছুকে কপি বা কাট করার জন্যে সেটি সিলেক্ট করে প্রেস করুন যথাক্রমে Ctrl + C বা  Ctrl + X  এবং সেটি প্রয়োজনীয় স্থানে পেস্ট করতে Ctrl+ V ।
১৬. স্ক্রিনশট সংগ্রহে:
স্ক্রিনশট ক্যাপচার করার ব্যাপারটি সম্পূর্ণভাবেই কীবোর্ডের উপর নির্ভরশীল। কোনো ডকুমেন্টের  স্ক্রিনশট নেয়ার জন্যে ডেস্কটপ ব্যবহারকারীদের চাপতে হবে Print Screen button (pssssst… Scroll Lock key এর বামে অবস্থিত)। আর ল্যাপটপের ক্ষেত্রে  Function (Fn) + Print Screen এই পদ্ধতি অনুসরণ করতে হবে।

১৭ . শব্দ গণনায়:
প্রোজেক্টের রিপোর্ট কিংবা থিসিস পেপার ইত্যাদি তৈরির সময় বারবারই খেয়াল রাখতে হয় শব্দসংখ্যার দিকে।  বারবার টুলবারে গিয়ে শব্দসংখ্যা গণনার অপশন ব্যবহার করার ঝামেলা এড়াতে পুরো টেক্সটটি সিলেক্ট করে চাপুন Alt + T + W । একইসাথে শব্দসংখ্যা জানার পাশাপাশি জানতে পারবেন অনুচ্ছেদ, বর্ণ, পৃষ্ঠা ইত্যাদির সংখ্যাও।

১৮. ওয়ার্ডে টেক্সট সিলেক্ট করা:
মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট সিলেক্ট করার ক্ষেত্রে বারবার মাউস ব্যবহার করাটা খুবই বিরক্তিকর। কীবোর্ডের মজার কিছু শর্টকাট জানা থাকলে এ সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। যেকোনো লাইনের প্রয়োজনীয় অংশে মাউসের কারসর স্থাপন করে প্রেস করুন Shift + Windows key; এরপর কারসরটি যেখানে স্থাপন করবেন ততটুকু স্থান সিলেক্ট হয়ে যাবে। টেক্সটের শুরু থেকে প্রয়োজনীয় অংশ পর্যন্ত সিলেক্ট করতে কারসরটি স্থাপন করে চাপুন Ctrl + Shift + Up arrow key । একইভাবে শেষ থেকে প্রয়োজনীয় অংশ পর্যন্ত সিলেক্ট করতে হলে চাপুন Ctrl + Shift + Down arrow key । পুরো টেক্সটটি একবারে সিলেক্ট করতে চাইলে প্রেস করুন Ctrl + A ।

১৯. পাওয়ার পয়েন্টের কিছু শর্টকাট:
উইন্ডোওসের বিভিন্ন প্রোগ্রামের মাঝে পাওয়ার পয়েন্ট বহুল ব্যবহৃত একটি। পাওয়ার পয়েন্টের অনেকগুলো স্লাইডের মধ্যে একটিতে যেতে হলে সাধারণত স্ক্রল ডাউন করতে হয়। তবে স্ক্রল ডাউনের ঝামেলা এড়িয়ে সরাসরি ঐ স্লাইডটিতে পৌঁছাতে হলে স্লাইডের নম্বর আর Enter key একসাথে চাপাই যথেষ্ট। উদাহরণস্বরূপ- আপনার হয়ত ৭ নম্বর স্লাইডটি দেখা প্রয়োজন। এক্ষেত্রে চাপুন 7 + Enter । নতুন স্লাইড সংযোজনের জন্যে চাপতে হবে Crtl + M । আর সর্বশেষ কমান্ডের পুনরাবৃত্তির জন্যে  F4 । পাওয়ার পয়েন্টে করা প্রেজেন্টেশনটি কাউকে প্রথম স্লাইড থেকে দেখানোর জন্যে চাপুন F5, আর কারেন্ট স্লাইড থেকে দেখাতে Shift + F5 । ফন্ট সাইজ বড় করতে হলে টেক্সট সিলেক্ট করে Ctrl + Shift + >  এবং ছোট করতে টেক্সট সিলেক্ট  Ctrl + Shift + < চাপুন।

২০ .এক্সেলের কিছু শর্টকাট:
মাইক্রোসফট এক্সেলেরও রয়েছে নানাবিধ শর্টকাট। যেমন বিভিন্ন ওয়ার্কশীটের মাঝে ডান থেকে বামে সুইচ করতে চাপুন Ctrl + Page Up  আর বাম থেকে দানে সুইচ করতে Ctrl + Page Down । নতুন ওয়ার্কশীট যোগ করতে প্রেস করুন hit Alt + Shift + F1 । নির্দিষ্ট সেলে টাইম ফরম্যাট অ্যাপ্লাই করতে চাপুন Ctrl + Shift + @ আর ডেট ফরম্যাটের জন্যে Ctrl + Shift + # ।

২১. উইন্ডোওস (হোম) কী-র আরও কিছু শর্টকাট:
স্টার্ট মেনু ওপেন করা ছাড়াও উইন্ডোওস কীর মাধ্যমে অনেকগুলো টাস্ক সহজেই সম্পন্ন করা যায়। অনেকগুলো উইন্ডো একসাথে খোলা থাকা অবস্থায় ডেস্কটপে সরাসরি ফিরে যেতে চাপুন Windows key + D। সর্বশেষ ব্যবহৃত উইন্ডোতে আবার ফিরে যেতেও এই একই কমান্ডই যথেষ্ট। Windows + L কমান্ডের মাধ্যমে পিসিকে সরাসরি লক করা যাবে।


মজিলা ফায়ারফক্স

frfxlogo.jpg

                      কীবোর্ড শর্টকাট

                       কাজ

Alt + V + Y + NRemove CSS styles
Alt + V + Y + BRestore CSS styles
Ctrl + UView the source code
Ctrl + Shift + IStart DOM Inspector
F12Start Firebug
Ctrl + DAdd bookmarks
Ctrl + BBookmarks
Ctrl + HHistory
Ctrl + Shift + TReopen Previously Closed Tab
Ctrl + Shift + DBookmark all tabs
Alt + Left ArrowBack
Alt + Right ArrowForward
BackspaceGo one page back in your history
Ctrl + L or F6Jump to Address Bar
Alt + HomeGo To Homepage
Ctrl + Minus sign (-)Decrease Text Size
Ctrl + Plus sign (+)Increase Text Size
/Quick Search
Ctrl + KJump to Search Bar
Alt + Left Arrow (back), Alt + Right Arrow (forward)Navigate in the tab history
Ctrl + T, Double Click on Tab Bar (mouse)Open New Tab
Ctrl + W, Middle Click on Tab (mouse)Close Current Tab
Ctrl + Page up or Ctrl + TabJump To Next Tab
Ctrl + Page Down or Ctrl + Shift + TabJump To Previous Tab
Ctrl + Left mouse clickOpen link in a new tab
Ctrl + [1 - 9]Select a Tab
TabMove to a next link
Shift + TabMove to a previous link
Alt + Down arrowAvailable options on drop down menu

ইন্টারনেট এক্সপ্লোরার-৭

ie7logo.jpg

                  কীবোর্ড শর্টকাট

                                  কাজ

Ctrl + Left mouse buttonOpen link in new background tab
Ctrl + Shift + Left mouse buttonOpen link in new foreground tab
Ctrl + QOpen Quick Tab View
Ctrl + Shift + QView list of opened tabs
Alt + DSelect the Address bar
Alt + EnterOpen the address typed in the Address Bar in new tab
Ctrl + EJump to Search Bar
Ctrl + T, Double Click on Tab Bar (mouse)Open New Tab
Ctrl + W, Middle Click on Tab (mouse)Close Current Tab
Ctrl + TabJump To Next Tab
Ctrl + Shift + TabJump To Previous Tab
Ctrl + [1 - 9]Select a Tab
Ctrl + JOpen feeds
TabMove to a next link
Shift + TabMove to a previous link


জিমেইল

gmllogo.jpg

  কীবোর্ড শর্টকাট

                 কাজ

c, + c (new window)Compose a new message
r, + r (new window)Reply to a message
f, + f (new window)Forward a message
g then iGo to inbox
/Puts cursor in the search box
nMove to the next message
pMove to the previous message
!Report spam

ওয়ার্ডপ্রেস

wrdprslogo.jpg

কীবোর্ড শর্টকাট

            কাজ

Alt + Shift + Bbold
Alt + Shift + Iitalic
Alt + Shift + Qblockquote
Alt + Shift + UUnordered list (ul)
Alt + Shift + OOrdered list (ol)
Alt + Shift + LList Item (li)
Alt + Shift + Ccode
Alt + Shift + Sins
Alt + Shift + Ddel
Alt + Shift + Alink
Alt + Shift + Tmore (Read More tag)
Alt + Shift + PPublish an article


কীবোর্ডের রয়েছে এরকম আরও অনেক শর্টকাট। মাউসের উপর নির্ভরশীলতা কমিয়ে কাজের গতিকে বৃদ্ধি করতে চাইলে শর্টকাটগুলো শিখে নিয়ে নিয়মিত চর্চা করুন। Winking smile


F1Help
F10Activate the menu bar; type the underlined letter in a menu title; type the underlined character to choose a menu item
Ctrl + A Ctrl + A 
Ctrl+CCopy
Ctrl+XCut
Ctrl+VPaste
Ctrl+ZUndo
Ctrl+PPrint
Ctrl+NNew window
Ctrl+OOpen

Ctrl+BBold
Ctrl+UUnderline
Ctrl+IItalic
Ctrl+FFind/Search
Ctrl+HFind and replace
Ctrl+GGo to
Ctrl+Esc
Open the Start menu; then press the Tab key to jump to the taskbar
Alt+Spacebar


Display the main windows System menu, a shortcut with options to restore, move, size, minimize, maximize, or close the window
Alt+F4Close window
Alt+TabSwitch among open programs
Windows Logo+EOpen My Computer
Windows Logo+ROpen the Run Command dialog box
Windows Logo+MMinimize all open windows
Windows Logo+Shift+M-
Undo Minimize all open windows
Shift+F10
Open a shortcut window; the same as right- clicking an object
Ctrl +
  
Move cursor to beginning/endof word
Ctrl +
Move cursor to beginning/endof paragraph
Shift +  From cursor, select text
Ctrl + End Go to the end of a document orlast cellEnd Go to the end of a line
Ctrl + Home


 
   Go to the beginning of a documentHome Go to the beginning of a line (inWord, Notepad, etc.) / first cellin a row
Alt + Enter
Opens properties of selectedicon; Deletes cell/shift cells upin Excel
Alt + Space + C  Closes active program
Alt + Space
Within windows: opens Shutdowndialog; In a program:closes program
Alt + Space

   
        Opens icon menu (upper-left)in program Title bar
Alt + Space + CCloses active program
Alt + Tab    Cycle through / switch openprograms
Alt + Shift + TabCycle through in reverse orde
F1 Invokes Help
F2Rename selected item
F3 Search for a file or folder
F4 Expand Address Bar in Windows
F5Refresh Windows Explorer
F6
With windows minimized,move through Windows elements
CTRL+Windows Logo+FFind computer
Windows Logo+LLog off Windows
Windows Logo+PStarts Print Manager
Windows Logo+COpens Control Panel
Windows Logo+VStarts Clipboard
Windows Logo+KOpens Keyboard Properties dialog box
Windows Logo+IOpens Mouse Properties dialog box

Windows LogoStart menu
SHIFT+DELETE
Delete item permanently
Windows program key combinations
F10Activates menu bar options
Win+FApply to open search options
Win+F+CtrlApply to open search for computers
Alt+F4Press keys to close active windows program
Alt+Enter

Apply to open properties of selected item
Alt+ SPACEBAR

Open the system menu of active window
Alt+ SPACEBAR +N

Press keys to minimize the active program
Alt+ SPACEBAR +R

Press keys to restore the active program
Alt+ SPACEBAR+C

Press keys to close the active program
Alt+ SPACEBAR+XPress keys to maximize the active program

Alt+ SPACEBAR+M


Press keys to move the active program
Ctrl+Alt+DeleteApply to open windows task manager
Ctrl+Shift+EscApply to open windows task manager

Ctrl+EscPress keys to open start menu

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=&q...