Responsive Ads Here

Monday, September 14, 2015

উইন্ডোসের চেহারা – শুরু থেকে আজ

১৯৮৫ সালে মাইক্রোসফট, Windows 1.0 রিলিজের মাধ্যমে প্রথম তার গ্রফিক্যাল অপারেটিং সিস্টেমের সূচনা করে। সেই থেকে আজ ২০০৮ সালে এসে আমরা পেলাম ভিস্তা। দীর্ঘ ২৩ বছরে মাইক্রোসফট উইন্ডোসের অসংখ্য ভার্সন রিলিজ করেছে। কেমন ছিল পুরনো দিনের উইন্ডোসের চেহারা গুলো?
ওয়েব ঘেঁটে এই পর্যন্ত রিলিজ পাওয়া সব গুলো উইন্ডোসের চেহারা (GUI) গুলোর একটা সমগ্র তৈরি করে ফেললাম।যারা উইন্ডোসের জন্ম লগ্ন থেকে উইন্ডোস ব্যবহার করতে করতে বুড়ো হয়ে গেছেন তাদের হয়ত পুরনো সেই উইন্ডোসিও স্মৃতির কথা মনে পড়ে যেতে পারে। আর যারা উইন্ডোসের অধুনা ব্যবহারকারি, তারা বুঝতে পারবেন কোন সময় গ্রাফিক্যাল কথাটা কীভাবে ব্যবহার করা হত।
আমি এখানে উইন্ডোসের Major Version গুলোর সমগ্র তৈরি করেছি। Sub Version গুলো যুক্ত করিনি এবং Major Viersion গুলোর প্রথম প্রকাশ পাওয়া তারিখটি উল্লেখ করেছি।

Windows এর সময়রেখা 1985-2007

  • ২০ নভেম্বর, ১৯৮৫ - Windows 1.0
  • ৯ ডিসেম্বর, ১৯৮৭ - Windows 2.0
  • ২২ মে, ১৯৯০ - Windows 3.0
  • ৬ এপ্রিল, ১৯৯২ - Windows 3.1
  • ২১ সেপ্টেম্বর, ১৯৯৪ - Windows NT 3.5
  • ২৪ আগস্ট, ১৯৯৫ - Windows 95
  • ২৪ আগস্ট, ১৯৯৬ - Windows NT 4.0
  • ২৫ জুন, ১৯৯৮ - Windows 98
  • ১৭ ফেব্রুয়ারি, ২০০০ - Windows 2000
  • ১৪ সেপ্টেম্বর, ২০০০ - Windows ME
  • ২৫ অক্টোবর, ২০০১ - Windows XP
  • ২৫ এপ্রিল, ২০০৩ - Windows Server 2003
  • ৩০ নভেম্বর, ২০০৬ / - Windows Vista
    ৩০ জানুয়ারি, ২০০৭
Windows 1.0
প্রথম প্রকাশ: ২০ নভেম্বর, ১৯৮৫
win101.png


Windows 2.0
প্রথম প্রকাশ: ৯ ডিসেম্বর, ১৯৮৭
win101.png


Windows 3.0
প্রথম প্রকাশ: ২২ মে, ১৯৯০
win30.png


Windows 3.1
প্রথম প্রকাশ: ৬ এপ্রিল, ১৯৯২
win31.png


Windows NT 3.5
প্রথম প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ১৯৯৪
winnt351.png

Windows 95
প্রথম প্রকাশ: ২৪ আগস্ট, ১৯৯৫
win95osr2.png


Windows NT 4.0
প্রথম প্রকাশ: ২৪ আগস্ট, ১৯৯৬
winnt40serv.png


Windows 98
প্রথম প্রকাশ: ২৫ জুন, ১৯৯৮
win98.png


Windows 2000
প্রথম প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০০০
win2000.png


Windows ME
প্রথম প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০০০
winme.png


Windows XP
প্রথম প্রকাশ: ২৫ অক্টোবর, ২০০১
winxppro.jpg
Windows Server 2003
প্রথম প্রকাশ: ২৫ এপ্রিল, ২০০৩
win2003.png


Windows Vista
প্রথম প্রকাশ: ৩০ নভেম্বর, ২০০৬ ( বিজনেস ) | ৩০ জানুয়ারি, ২০০৭ ( হোম )
vista.jpg


No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=&q...