Responsive Ads Here

Monday, September 14, 2015

ডেস্কটপ / ল্যাপটপে সহজে বানিয়ে ফেলুন একটি ওয়াই-ফাই জোন MyPublicWiFi দিয়ে ( ১০০% পরীক্ষিত+স্ক্রীন শর্ট )

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেস্কটপে বা ল্যাপটপে খুব সহজে ওয়াই-ফাই জোন বানানো যায়।এর আগেও এই বিষয়ে অনেক পোষ্ট করেছি । কথা না বাড়িয়ে সরাসরি মূল অংশে চলে যাই......

শর্তঃ-

১।যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।
২।যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।

ধাপ সমূহঃ-

১। প্রথমে MyPublicWiFi (1.06 mb)  নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]
২। তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।


৩।আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।
৪। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi
৫। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।
৬। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
৭। এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।
৮। সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...