বন্ধুরা আজকে দেখাবো কিভাবে পিসি এর নেট আপনার mobile ডিভাইস এ ব্যবহার করবেন। এটার সবচেয়ে ভালো দিক হল আপনার রুট আন রুট সব ডিভাইস এ নেট ব্যবহার করতে পারবেন।
যা যা লাগবে
- একটি পিসি
- পিসি তে ইন্টারনেট সংযোগ
- Mhotspot Software – ডাউনলোড করুন
www.mhotspot.com
চলুন সফটওয়্যার টির স্ক্রীন শট দেখে নেওয়া যাক
উইন্ডোজ ৭ বা ৮ ( উল্লেখ্য এক্সপি তে এই সফটওয়্যার টা সাপোর্ট করে না।)
চলুন সফটওয়্যার টির স্ক্রীন শট দেখে নেওয়া যাক
করার আগে কিছু কথা জেনে নিন । কিভাবে কি করবেন :
প্রথমে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নেন।
প্রথমে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নেন।
আপনি যদি ডেক্সটপ পিসি ব্যবহার করেন তাহলে আপনার ওয়াইফাই ডিভাইস কিনতে হবে। থাকলে তো হয়েছে আর না থাকলে কিনবেন দাম বেশি না ৮০০-১০০ টাকার মধ্যে পাবেন।
আপনি যদি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে আপনার তো ভাই মজাই মজা। আপনার কোনও টাকা খরচ করতে হবে না।কারন এখন কার প্রায় ল্যাপটপ এ Buil-In ওয়াইফাই ডিভাইস থাকে।
- তারপরে সফটওয়্যার টা ওপেন করুন। এরপর ৩ টা অপশন দেখবেন
- Hotspot Name- এখানে আপনার ইচ্ছামত নাম দিবেন।
- Password- ওয়াইফাই কে সিকিউরিটি দেয়ার জন্য পাস ওয়ার্ড।
- share for – আপনার পিসি এর নেট কে দেখিয়ে দিবেন।
- Max Client- আপনি কয়টা ডিভাইস এ নেট শেয়ার করবেন তা।
সবকিছু পূরণ করে স্টার্ট হটস্পট এ ক্লিক করুন। আর নিজের ওয়াইফাই এর মজা নেন।
বি.দ্র.- অনেক অ্যান্টিভাইরাস এর Firewall নেট কানেক্ট করতে দেয় না। এরকম সমস্যা হলে Firewall অফ করে নিবেন।
No comments:
Post a Comment