UVA-12577 (Very Easy)
//12577 - Hajj-e-Akbar.c #include<stdio.h> int main() { char c[10]; int i=1; while(gets(c)) { if(c[0]=='*') break; else if(strcmp(c,"Hajj" )==0) printf ("Case %d: Hajj-e-Akbar\n",i); else if(strcmp(c,"Umrah" )==0) printf ("Case %d: Hajj-e-Asghar\n",i); i++; } return 0; }
UVA-12577 link
উপরের প্রোগ্রামটিতে বলা হয়েছে - যদি তুমি "Hajj" ইনপুট দাও তবে "Hajj-e-Akbar" প্রিন্ট করে দেখাবে এবং "Umrah" দিলে "Hajj-e-Asghar" দেখাবে ।
ReplyDeleteউপরের প্রোগ্রামটিতে বলা হয়েছে - যদি তুমি "Hajj" ইনপুট দাও তবে "Hajj-e-Akbar" প্রিন্ট করে দেখাবে এবং "Umrah" দিলে "Hajj-e-Asghar" দেখাবে ।
ReplyDeleteউপরের প্রোগামটিতে বলা হয়েছে । হাসমতের সৈন্য ও তার বিপরীত পক্ষের সৈন্যদের মধ্যে পার্থক্য কত ? এখান দুটি ইনপুটের মধ্যে কোনটি হাসমতের তা উল্লেখ্য নেই ,তবে ছোট সংখ্যা টি হাসমতের সৈন্যের সংখ্যা হবে ।
ReplyDelete