Responsive Ads Here

Monday, December 9, 2013

C প্রোগ্রামিং দ্বিতীয় অধ্যায় - Symbolic Constant: - PART 7

Symbolic Constant  হচ্ছে কত গুলো Character এর প্রতিনিধি।এ Character গুলো Numeric constant, Character constant অথবা String constant হতে পারে।
কোন প্রোগ্রামে একই কথা বার বার লেখার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য Symbolic Constant ব্যবহার করা হয়।
সাধারনত প্রোগ্রামের শুরুতে Symbolic Constant  লিখা হয়।


#define name constant
Name এর জাগায় Symbolic Constant টা কি নামে সংঞ্জায়িত করবেন তা লিখবেন এবং constant এর জাগায় Character টা লিখবেন।
মনে রাখতে হবে যে Symbolic Constant এর পরে কোন সেমিকোলন হবে না।
Symbolic name টা বড় হাতের লিখলে ভালো হয়। Identifier থেকে আলাদা করে চেনা যায়। একটা উদাহরন দিয়ে আবার সব  বলছিঃ



এই প্রোগ্রামে #define PI 3.1415926535897 দ্বারা একটি Symbolic Constant লিখা হয়েছে। PI দ্বারা Symbolic Constant টির নাম এবং 3.1415926535897 দ্বারা  Character টি নেওয়া হয়েছে।
প্রোগ্রামের ভিতর যখন 3.1415926535897 লিখা প্রয়োজন তখন PI লিখলেই হবে। কারন আমরা PI এর মান 3.1415926535897 প্রোগ্রামের প্রথমেই ধরে নিয়েছি। এটা তো ছোট প্রোগ্রাম। বড় প্রোগ্রাম হলে এবং 3.1415926535897 এর মত বড় সখ্যা বার বার লিখা লাগলে তখন  Symbolic Constant ব্যবহার করা হয়।

এখানে একটি বৃত্তের পরিধি পরিমাপের জন্য প্রোগ্রাম লিখা হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ r হলে আমরা জানি পরিধি=π*r*r    ।  r এর যেকোন মান আমরা input হিসেবে নিয়ে  বৃত্তের পরিধি পরিমাপ করতে পারি।



No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...