Responsive Ads Here

Wednesday, December 11, 2013

C প্রোগ্রামিং তিন অধ্যায় - কিভাবে Getchar Function দ্বারা input নেওয়া হয় - PART 2

আজ আমি কিভাবে কম্পিউটারে একটি ডাটা Input করবেন ও কিভাবে Out Put বের করবেন তা নিয়ে বলব। আজকে দুটি Function নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে “getcha” আরেকটি হচ্ছে “putchar”  Function.

getchar Function getchar  Function দ্বারা single character কম্পিউটারে input নেওয়া হয়। এটি একটি C library Function. এটি সাধারনত নিচের মত করে লিখা হয়।
character variable =getchar( );

getchar Function হচ্ছে স্টান্ডার্ড C I/O library এর একটি অংশ। এটি ইনপুট ডিভাইস যেমন Keyboard থেকে একটি সিঙ্গেল Character দেয়।   প্রোগ্রামের মঝে এটি নিচের মত করে লিখা হয়ঃ
char x;
x= getchar();
এখানে char x; দ্বারা বুঝানো হয়েছে যে এটি একটি character type Variable. পরবর্তিতে x= getchar(); দ্বারা x এর মান ইনপুট ডিভাইস হতে নিবে। getchar Function দ্বারা multi character কম্পিউটারে input নেওয়া যায়।


putchar FunCtion : Putchar Function দ্বারা single character কম্পিউটারে দেখানোর জন্য ব্যবহার করা হয়।   এটি getchar Function অনুরুপ।putchar(character variable );এটি ও স্টান্ডার্ড C I/O library এর একটি অংশ।  প্রোগ্রামের মঝে এটি নিচের মত করে লিখা হয়ঃ
char x;
putchar(x);
getchar Function  এর মত এখানে char x; দ্বারা বুঝানো হয়েছে যে এটি একটি character type Variable. পরবর্তিতে putchar(x); দ্বারা x এর মান আউটপুট ডিভাইসে দেখাবে। putchar Function দ্বারা ও multi character কম্পিউটারে OutPut দেওয়া যায়।
উপরের প্রোগ্রামে একটি character variable  a নিয়েছি। এখন getchar Function দ্বারা যে সকল character কম্পিউটারে input নেওয়া হয় তাই putchar Function দ্বারা আপনাকে দেখাবে।

#include
int main()
{
      char a;
      a=getchar();
      putchar(a);
      return 0;
}




কেমন হল জানাবেন । সবাই কে ধন্যবাদ।

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=...