Responsive Ads Here

Thursday, September 25, 2014

C প্রোগ্রামিং - 9 অধ্যায়–STring স্ট্রিং 6

কিছু প্রোগ্রাম example হিসেবে দেওয়া হল :

EXample 1:আমরা যদি শুধু a-m বাa-z বা অন্য  কোন নির্দিস্থ স্থান পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এভাবে %[a-m] use করতে হবে ।

#include<stdio.h>
int main()
{
char str [100];
scanf("%[a-z]",str);
printf("%s",str);
return 0;

}


Screenshot_13

EXample 2:

A_Z ,a-z ,0-9 পর্যন্ত এবং স্পেস সহ print  করতে চাইলে এভাবে শর্ত দিতে হবে।

#include<stdio.h>
int main()
{
char str [100];
scanf("%[A-Z a-z0-9]",str);
printf("%s",str);
return 0;

}




Screenshot_14

EXample 3:নির্দিস্থ কোন কিছু print করতে না চাইলে এভাবে দিতে হয়

#include<stdio.h>
int main()
{
char str [100];
scanf("%[^a]",str);
printf("%s",str);
return 0;

}

Capture
Example 4:

নতুন লাইন না পাওয়া পর্যন্ত প্রিন্ট করবে ।

#include<stdio.h>
int main()
{
char ch[100];
while(gets(ch))
{
    if(ch[0]=='\0')
        break;
    printf("%s\n",ch);
}
return 0;
}


Capture1

No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=&q...