Responsive Ads Here

Saturday, January 4, 2014

C প্রোগ্রামিং - কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর -ASCII-Statement- ( PART -1)

এখানে সি এর কিছু বেসিক জিনিস আলোচনা কোরা হলো । এ গুলো এর আগেও বিভিন্ন পোস্ট এ আলোচনা করা হয়েছে । তারপরও সাধারণ ভাবে আলোচনা করা হল ।

ASCII Character set: আমাদের কীবোর্ড এর সকল কী এর corresponding কিছু value রয়েছে। যেমন A এর ASCII value 65. অর্থাৎ আমরা যখন্ কোন
variable এ character ‘A’ টা জমা রাখি তখন ঐ variable এ ৬৫ জমা থাকে।

Statement: আমরা যখন কোন প্রোগ্রাম লিখব তখন বিভিন্ন ধরনের কাজ করব।যেমন এক variable এর সাথে আরেক variable যোগ করা এবং তা অন্য কোন variable এ জমা রাখা।
A=3; // A variable e 3 রাখা.
c=A+3; // c variable e A এর সাথে 3 যোগ করে c variable এ রাখা।এতে A এর value পরিবর্তিত হয় না।
উল্লেখ্য C language এ সকল statement এর পর ; দেয়া লাগে। 
// (double forwardslash) এর পর যা লিখা হয় তা কমেন্ট হিসেবে গন্য হয়।


No comments:

Post a Comment

php4

<?php    // Start the session  session_start();  ?>  <!DOCTYPE html>  <html>  <head>       <link rel=&q...