আপনারা অনেকেই হয়তো C এবং C+ প্রোগ্রামিং এর জন্য অনেক রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকেন আবার অনেকে codeblocks এর ভার্সন গুলো ব্যবহার করে আসছেন । কিন্তু এগুলোর সব ভার্সন Windows7 and Windows 8 এ ঠিক মত কাজ করে না
এবং কাজ করলেও মাঝে মাঝে ঝামেলা করে ।
এবং কাজ করলেও মাঝে মাঝে ঝামেলা করে ।
তাই প্রোগ্রামিং এর জন্য নিয়ে নিন Microsoft Visual Studio 6 portable |
portable মানে কি আশা করে কাউকে নতুন করে বুঝাতে হবেনা, তারপরও যারা নতুন তাদের জন্য একটু আলোচনা করতেছি, আসলে portable অর্থ হল সহজে বহন যোগ্য, আর portable software আর্থ হল সহজে বহন যোগ্য software,
অর্থাৎ যে software টি আমরা pen drive এ করে যে কোন pc তে use করতে পারি কোন প্রকার ঝামেলা ছাড়া। এক কথায় মানে সহজ
SIZE : 94 MB
No comments:
Post a Comment